বিরামপুরের দিওড় ইউনিয়নে মালেক মন্ডলের মাস্ক বিতরণসহ সাহায্য সহযোগীতা চলমান

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

বিরামপুরের দিওড় ইউনিয়নে মালেক মন্ডলের মাস্ক বিতরণসহ সাহায্য সহযোগীতা চলমান

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় পরিবহনসহ জন চলাচল অযোগ্য রাস্তাগুলো সংস্কারসহ বিভিন্ন প্রকার জন সেবার কাজ করে চলছেন আঃ মালেক মন্ডল।

আজকে দিওড় ইউনিয়নের কেন্দুয়া, বেপারীটোলা, কোচগ্রাম, কুচিয়ামোড় কাওয়াভাষা বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রামে রাস্তায় মাস্ক বিতরণ করেন আঃ মালেক মন্ডল। এলাকার শত-শত নারী পুরুষ জানায় একইভাবে আঃ মালেক মন্ডল একজন ব্যবসায়ী হওয়ার পরেও প্রায়ই নিজস্ব তহবিল থেকে ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে নানাভাবে সহযোগিতা দিয়ে চলেছেন।
এছাড়াও দেশে করোনা ভাইরাস (কোভিট ১৯) আক্রান্তের শুরু থেকে তিনি গরীব, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক বিতরন, রোগীর চিকিৎসা সেবা কাজে নিজেকে অব্যাহত রেখেছেন। আঃ মালেক মন্ডল জানায় শিবলী সাদিক এমপি মহোদয় এর নির্দেশে তিনি নিজ তহবিল থেকে দিওড় ইউনিয়নে এভাবে জনসেবার কাজ করে আসছেন। এলাকার হাজার জনগনের দাবি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আঃ মালেক মন্ডলকে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest