অবশেষে কুড়িগ্রাম পৌরসভার নৌকার মাঝি হলেন কাজিউল ইসলাম।।

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

অবশেষে কুড়িগ্রাম পৌরসভার নৌকার মাঝি হলেন কাজিউল ইসলাম।।

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।। অবশেষে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদে নৌকার মাঝি হলেন কাজউল ইসলাম। জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় প্রথম ধাপে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মেয়র পদে মনোনয়ন পেলেন সাবেক পৌর চেয়ারম্যান, ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম।


এর আগে গোটা শহরে দলীয় সমর্থকদের লড়াইয়ের ছিলেন ৬ জন। এরা হলেন, পৌরসভার বর্তমান মেয়র আব্দুল জলিল, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম , পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম মমিন, আওয়ামী লীগ নেতা অলক সরকার, নবারুন চক্রবর্তী। এর মধ্যে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়। এ নিয়ে গোটা কুড়িগ্রামে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে, নৌকার মাঝি হলেন কাজিউল ইসলাম। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী দলীয় মনোনয়ন এর সত্যতা নিশ্চিত করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest