ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
হিলি(দিনাজপুর) প্রতিনিধি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম। বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ সোমবার মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়িরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একারণে আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যথারীতি পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST