বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্দেগে সমাবেশ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান  কমান্ডের উদ্দেগে সমাবেশ

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলানোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়াজনে উপজেলার প্রাণকেন্দ্র জামতলা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলী মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক এস এম রুকন-উদ-দৌলা রাসেল সহ অন্যান্য নেতৃবৃদ।
সমাবেশে তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা, বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি ও দেশের সংবিধান ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করপ আইনের আওতায় এনে দৃষ্টাত্মমুলক শাস্তির দাবী জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest