তেঁতুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

তেঁতুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
‘হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই’’-প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তেতুলতলা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (আসফ) মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থাটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপদেষ্টা মো: আব্দুল লতিফ তারিন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী, আসফের আব্দুস সাত্তার প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest