দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

মো. জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালীর দুমকিতে ৪৯তম মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে। পটুয়াখালী েিবজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বণি দিয়ে উপজেলা প্রশাসনের বিজয় দিবসের সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার, ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে পৃথক দু’টি গ্রুপসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১০টায় কুজকাওয়াজ ডিসপ্লে প্রদর্শণ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার, ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস, দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এদিকে পবিপ্রবি ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা, দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের শেষ হয়। সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest