নীলফামারীতে বিএনপির বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

নীলফামারীতে বিএনপির বিজয় দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি \ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জেলা বিএনপি মহান বিজয় দিবস পালন করেছে। সকালে নীলফামারী জেলা বিএনপি স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া ও মুনাজাত করেছে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল ইসলাম পৌর বিএনপির মাহুবুবুর রহমান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান জুয়েল। এদিকে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া ও মুনাজাতে অংশ গ্রহন করেন বিএনপির সকল নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির,সাদেক মোস্তাদির’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী,উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজেদুল ইসলাম,সদর বিএনপির সাধারণ সম্পাদক দাদ-এ এলাহী,চাঁদখানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ শাহ্,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক লিয়াকত আলী,সহ-দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest