পঞ্চগড়ে বৃদ্ধি পেয়েছে শীত দূর্ভোগে খেটে খাওয়া মানুষ ll

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

পঞ্চগড়ে বৃদ্ধি পেয়েছে শীত দূর্ভোগে খেটে খাওয়া মানুষ ll

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
ঘনকুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশার সাথে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো শীত। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পরেছে খেটে খাওয়া মানুষ।

দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। শীতের কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। তারা দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন।

শীতের হাত থেকে একটু রক্ষার পাবার জন্য রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্ঠা করছে।

আজ রোববার (১৩ ডিসেম্বর) ভোরে ঘনকুয়াশা থাকায় রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন গুলো চলাচল করছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করেছে। আজ রোববার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১৪ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest