নোয়াখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত!!

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

নোয়াখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত!!

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, বিজয় র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান সহ নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন,সেনবাগ থানা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।সকালে দিবসের শুরুতে তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়,এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম,সেনবাগ থানা পুলিশ,আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠন,সেনবাগ উপজেলা প্রেসক্লাব,সেনবাগ প্রেসক্লাব, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন,উপজেলা জাতীয় পাটি,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। পরে পাইলট স্কুলের মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এরপর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সংবর্ধনা দেয়া হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি টানা হয়।দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী,ইউএনও সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান গোলাম কবির,উপজেলা জাতীয় পাটির সভাপতি হাসান মঞ্জুর,অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest