নোয়াখালীতে যথাযথ নিয়মে পতাকা উত্তোলন না করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা!!

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

নোয়াখালীতে যথাযথ নিয়মে পতাকা উত্তোলন না করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা!!

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে যথাযথ নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় ১১ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৩শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলা শহর মাইজদী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধি অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন না করা, ছেঁড়া জাতীয় পতাকা উত্তোলন করা, স্থাপনা স্পর্শ করে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার দায়ে ১১ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। এ অভিযানে আদালতকে সহযোগিতা করেন সিনিয়র জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছে সুধারাম মডেল থানা পুলিশ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest