ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
সাইফুর রহমান শামীম ,,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযাদ্ধা শের আলী’র (৭২)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় দাঁতভাঙ্গা কাঁচারী মাঠে রৌমারী সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস এর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযাদ্ধা শর আলীর মরদেহ কে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
শ্বাসকষ্টজনিত ও কিডনি রোগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় হরিণধরা গ্রামের নিজ বাড়িতে তিনি মত্যুবরণ করেন। মৃত্যুকাল তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী. জাকির হোসেন এমপি, রৌমারী উপজলা চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, রৌমারী উপজেলা যুদ্ধাহত মুক্তিযাদ্ধা ও সাবেক কমান্ডার ও বদবড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ. আব্দুল কাদের, দাঁতভাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম রেজাউল করিম, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন সহ অনেকে শোক সত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST