রেড ক্রিসেন্টের উদ্যোগে মির্জাগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রিপল ও তাবু বিতরন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

রেড ক্রিসেন্টের উদ্যোগে মির্জাগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ  পরিবারের মাঝে ত্রিপল ও তাবু বিতরন

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মির্জাগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ ২৭৫টি পরিবারের সদস্যদের মাঝে ত্রিপল ও তাবু বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেতা মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার জোমাদ্দার, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সদস্য সাইদুল হাসান শাওন ও পটুয়াখালী ইউনিটের উপ-যুব প্রধান মোঃ আরিফ আল-আমিন প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest