ঢাকা ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বৈশাখী চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সহধর্মিনী মিসেস শাহীন আলী, অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজমল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আহম্মেদ শাহ্ সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মেলায় খানসামা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST