গরীব ও দুস্হ জনগনকে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

গরীব ও দুস্হ জনগনকে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরন

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতকালীন প্রশিক্ষন ২০২০/২১ উপলক্ষে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় গরীব ও দুস্থ জনগনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

২৯ ডিসেম্বর ২০২০ তরিখ মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্র সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কাহারোল উপজেলার ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১১ ইষ্ট বেংগল এর সার্বিক তত্ত্বাবধানে ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং সিএমএইচ, খোলাহাট সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করতঃ গরীব ও দুস্থ জনগনের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল মেহেরিন মাজেদ, চক্ষু বিশেষজ্ঞ মেজর তামান্না আফরিন খান এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন জারিফ হোসেন খান সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ উক্ত কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেডের অদীনস্ত ১১ ইষ্ট বেংগল এর অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে বিষয়োক্ত ক্যাম্পেইনের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়। উক্ত ক্যাম্পেইনে এছাড়াও উপস্থিত ছিলেন মেজর সৌমিক হাসান এবং লেঃ শাহ আব্দুল আউয়াল হাসেমী। লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম পিএসসি বলেন, “বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রচন্ড শীতের মধ্যে গরীব ও দুস্থ রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র প্রদান করায় তারা বহুলাংশে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমরা সর্বদা প্রস্তুত। গরীব ও দুস্হ জনগনকে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরন


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest