ভোলায় জমির খতিয়ান টেম্পারিং করার দায় দুই জনের কারদন্ড

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

ভোলায় জমির খতিয়ান টেম্পারিং করার দায় দুই জনের কারদন্ড
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি: ভোলায় জমির খতিয়ান টেম্পারিং করার দায়ে মো. মাহবুব ও মো. মামুন নামের দুই দালালকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মাহবুবকে ১০দিন ও মো. মামুনকে ১৫ দিন করে জেল প্রদান করা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে মো. মাহবুবের বাড়ি সদর উপজেলার ছোট আলগী গ্রামে ও মো. মাহবুবের বাড়ি শহরের গাজীপুর রোডের বাসিন্দা এবং ভোলা বাররের পিয়ন। বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে জমির জাল কাগজপত্র সরবারহ করতো। সদর উপজেলার সহাকরি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন বলেন, দুপুরের দিকে মো. মাহবুব জমির একটি টেম্পারিং করা খতিয়ান নিয়ে ভোলা সদর উপজেলা ভূমি অফিসে আসে। এসময় ভূমি অফিসে তার নিয়ে আসা কাগজটি জাল প্রমানিত হলে সে মামুনের কাছ থেকে নিয়েছে বলে জানায়। পরে মামুনকেও সেখানে ডাকা হয়। এবং খতিয়ানটি টেম্পারিং করার দায়ে উভয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest