ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি : ১২.০১.২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট বিএনসিসি কর্তৃক কুড়িগ্রাম স্বাস্থ্য সেবা সপ্তাহ ক্যাম্পইন শুরু হয়েছে। ক্যাম্পইন’র অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বিএনসিসি অফিসার এবং ক্যাডেটগণের অংশগ্রহণের্ যালী মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মেজর সোমন কান্তি বড়ুয়া, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রফেসর মোঃ: আব্দুল মজিদ, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমূখ।
ক্যাম্পইন শেষে একটি বর্ণাঢ্যর্ যালি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে শেষ হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST