ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শ্লোগানে শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৯ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। । এ মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। যেখানে তিন স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান উক্ত মেলায় নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী তুলে ধরেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST