ঢাকা ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
আলোকিত সময় ডেক্সঃ প্রথম সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন দম্পতি। আজ (বুধবার) ১০.৩৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তানিয়া।
বাপ্পা মজুমদার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে খুশির এই সংবাদ সবাইকে জানিয়েছেন।
বাবা হয়ে বাপ্পা জানান, কন্যা সন্তানের বাবা হলাম। মা এবং সন্তান দুইজনই সুস্থ আছেন। সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন।
স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের আশীর্বাদ ও অভিনন্দনে ভরে যাচ্ছে কমেন্টস বক্স। এদিকে জন্মের আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।
২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে এই তারকা জুটির বাগদান অনুষ্ঠিত হয় এবং ২৩ জুন ঘরোয়াভাবে বিয়ে করেন তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST