বিএম কলেজের দেয়াল ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ফুটপাতের দোকানে।

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

বিএম কলেজের দেয়াল ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ফুটপাতের দোকানে।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিএম কলেজের মসজিদ গেটের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে চলছে চটপটি ও সিঙ্গারার ব্যবসা। এই ফুটপাত ব্যবসায়ীদের কারণে যেমনটি বিএম কলেজের সামনের সৌন্দর্য হারাচ্ছে তেমনি ফুটপাতে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে। শুধু তাই নয় তারা দোকান চালাতে গিয়ে অবৈধ বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করে ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়। যা স্থানীয় ফুটপাতে চলাচলরত মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।


সরেজমিনে গিয়ে দেখা যায় বিএম কলেজের মসজিদের গেটের সামনে দুটি সিঙ্গারার দোকানে দেয়াল ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন টানা হয়েছে, যা চলাচলরত পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। খোঁজ নিয়ে জানা যায় অবৈধ বিদ্যুৎ লাইনটি পার্শ্ববর্তী একটি দোকান থেকে আনা হয়েছে যা দোকান মালিক স্বীকার করেছে এবং দ্রুত কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জানতে বিএম কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি অবগত নয় বলে জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest