ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের রাজগঞ্জে পাট ও ধানের আড়তে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রাজগঞ্জের হেলাঞ্চী বাজারে এঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে আড়তে থাকা চারশ’ মণ পাট ও একশ’ মণ ধান পুড়েছে বলে জানান আড়ৎদার লুৎফর রহমান। তিনি হেলাঞ্চী গ্রামের রজব আলীর ছেলে। আড়ৎদার লুৎফর রহমান বলেন, ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে নৈশপ্রহরী রনি আড়তে আগুন দেখতে পেয়ে আমাকে খবর দেন। দৌঁড়ে এসে দেখি গুদামে আগুন জ্বলছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, আগুন লেগে গুদামে থাকা চারশ’ মণ পাট ও একশ’ মণ ধান পুড়ে ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে বলে সন্দেহ লুৎফর রহমানের। মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিয়ার রহমান বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর আসে। আমরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। গোডাউনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।ক্ষয়ক্ষতির পরিমাণ দেড়লাখ টাকা ও পাঁচ লাখ টাকার পাট-ধান উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST