বরিশালে এসএসসি (০২) ব্যাচ’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

বরিশালে এসএসসি (০২) ব্যাচ’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ দেশে বইছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা,এসময় অসহায় দারিদ্র মানুষের কষ্টের শেষ থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে ”এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ ফেসবুক গ্রুপ” নামক একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।”উইন্টার ওয়ারম ক্যামপেইন ২০২১” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলাব্যাপী শীত বস্ত্র বিতারন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসএসসি ০২ ব্যাচ বাংলাদেশ ফেসবুক গ্রুপের বন্ধুরা যারা দেশ ও দেশের বাহিরে আছে তাদের সহায়তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারন কর্মসুচি পালন করে আসছেন ।
০২ ব্যাচের বন্ধুরা।তার ধারাবাহিকতায় বরিশালেও আজ শুক্রবার (২২ জানুয়ারী)বেলা ১১টায় নগরীর বিএম কলেজ রোডস্থ শেরে-বাংলা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে একশ’জন শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র ও মাস্ক বিতারন করেন সংগঠনটি। সংগঠনটির বরিশাল জেলা শাখার ০২ ব্যাচের বন্ধুদের সমম্বয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস।এতে আরও উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, শেরে- বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-উর-রশিদ, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ফয়সাল আহম্মেদ মুন্না, মোঃ শহিদুল ইসলাম ও প্রিন্স।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন সুমা,নিলয়,সোহেল,তানজিল, সাগর,রিমন সহ এলাকার মান্য গন্য ব্যক্তি বর্গ।ফেইসবুক লাইফে ছিলেন দিপক।এ সময় আমন্ত্রিত অতিথিরা এসএসসি ০২ ব্যাচ বাংলাদেশ ফেইসবুক গ্রুপের সকল পর্যায়ের সদস্যদের পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,করোনা এবং শীতকাল দুইয়ে মিলে দারিদ্র্যরা যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনই তোমাদের ০২ ব্যাচের বন্ধুরা তাদের পাশে এসে দাড়িয়ে সাধ্যমতো চেস্টা করে যাচ্ছো তোমরা।এটা একটা মহৎ কাজ।তোমাদের এই উদ্যাগকে আমরা স্বাগত জানাই। এবং ভবিষ্যতেও এর কার্যক্রম দৃঢ়তার সাথে এগিয়ে যাক তার সাফল্য কামনা করেন তারা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest