জলঢাকা পৌরসভা নির্বাচনে ভোট পেতে মরিয়া হেভিওয়েট প্রার্থী বাবলু ও মোহসিন l

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

জলঢাকা পৌরসভা নির্বাচনে ভোট পেতে মরিয়া  হেভিওয়েট প্রার্থী বাবলু ও মোহসিন l

নিলফামারী প্রতিনিধিঃ

আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠ অনেকটা গড়ম।
প্রার্থীগণ প্রতিনিয়ত রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিয়ে নিজের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন, পৌরবাসীকে শুধু আশ্বাস দিয়ে নয় বাস্তবে কাজ দেখিয়ে প্রমাণ করে দেবে এমন কিছু কথা শোনা যায় প্রার্থীর কাছ থেকে ।এবারে পৌরসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে নারিকেল গাছ প্রতিক ইলিয়াস হোসেন (বাবলু), নৌকা প্রতিক মোঃ মোহসিন আলীকে। নৌকা প্রতিক ও আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মোহসিনের গ্রহনযোগ্যতা বেশি থাকলেও সাবেক হিসেবে ইলিয়াস হোসেন বাবলু
অনেকটা গুরুত্বপূর্ন পৌরবাসীর কাছে ।
মাঠে-ঘাটে, দোকান-বাজারে নির্বাচনী আমেজ বিরাজ করছে সব খানে।
জনগণের কাছে মূল্যায়ন পেতে এবং পৌরবাসীর চাওয়া-পাওয়া মেটাতে ক্ষমতার জাগান দিচ্ছেন তারা।
বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে রিতিমতো মাঠ চষে বেরাচ্ছেন এ দুই প্রার্থী।

বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী ফাহমিদ ফয়সাল আহমেদ চৌধুরী কমেট ক্ষমতায় থাকা অবস্থায় সাধারন ভোটারদের মাঝে তার আস্থা যোগাতে না পারায় এ সুযোগটা বেশ ভালোই কাজে লাগাচ্ছেন প্রতিদ্বন্দি দুই প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু ও মোঃ মোহসিন

তবে
সাধারন ভোটারদের আশ্বাস পেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছেন সাবেক মেয়র ও সতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন (বাবলু) জনপ্রিয়তায় পৌরবাসীর কাছে তিনি সবার উপরে রয়েছেন। অপর দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মোঃ মোহসীন আলী-
এর জনপ্রিয়তাও রয়েছে আকাশচুম্বী ।

ঌ টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌর এলাকা।পৌরসভার
ওই সব ওয়ার্ড কার দখলে নিয়ে আসতে পারবে সেটাই জনগণের মধ্যে প্রশ্ন।পৌরবাসীর চাওয়া-পাওয়া এবং ভালোবাসা দিয়ে যে প্রার্থী মন জোগাতে পারবে সেই হয়ে যাবে পৌর মেয়র এটাই মনে করেন বিশ্লেষকগন।

উল্লেখ্য,
আগামী ৩০ জানুয়ারি ২০২১ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে জলঢাকা পৌরসভার নির্বাচন।এ নির্বাচন কে ঘিরে প্রার্থী, কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। পৌর শহর এখন পোস্টারের নগরীতে পরিণত হয়েছে। ৯ টি ওয়ার্ডের প্রতিটি রাস্তার দুই পাশে উপরে পাড়া-মহল্লার অলি-গলিতে ছেয়ে গেছে মেয়র সাধারণ কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলরদের পোস্টারে।মেয়র ও কাউন্সিলরদের প্রার্থীদের মাইকিং ও উৎসবের আমেজও লক্ষ্য করা গেছে।
প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীসহ(৬)
জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে উত্তেজনাপুর্ন নির্বাচনে অনেক শক্ত অবস্থানে থানা পুলিশের অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest