সফল চা চাষি হওয়ার স্বপ্ন দেখেন পঞ্চগড়ের আলিউল l

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

সফল চা চাষি হওয়ার স্বপ্ন দেখেন পঞ্চগড়ের আলিউল l

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি
দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড়ে নতুনভাবে চা চাষে আগ্রহীর সংখ্যা বেড়েই চলছে। নিজ এলাকার অনেক চা চাষির সফলতা দেখে এবং স্থানীয় চা চাষিদের পরামর্শে নিজ জমিতে চা লাগিয়েছেন পঞ্চগড়ের আলিউল। তিনি একজন সফল চা চাষি হওয়ার স্বপ্ন দেখেন।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে তার পরিশ্রম নিজ ৬ বিঘা জমিতে গড়ে তুলেছেন নতুন চা বাগান।রবিবার(৩১ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রাসারণ অধীদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান তার নতুন চা বাগান পরিদর্শন করেন। চা চাষে নানান পরামর্শ প্রদান করেন।

এসময় পরিদর্শন উপস্থিত ছিলেন জেলা কৃষি অতি-উপ-পরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা কৃষি অফিসার শাহ আলম মিয়া, সদর কৃষি সম্প্রসারণ অফিসার রুবেল হুসেন ও আসাদুন্নবী।

এছাড়াও চাকলাহাট ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনসহ স্থানীয় কয়েকজন চা চাষি উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন চা বাগান মালিক মো: আলিউল।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest