ঢাকা ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ নজরুলের অসাম্প্রয়িক চেতনা গনমানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ভোলায় ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, কবি নজরুল ইনস্টিটিউট,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুল প্রচলিত গানের সুর সংগ্রহ,স্বরলিপি প্রনয়ন,সংরক্ষন,প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে আনুষ্ঠানিক সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে ঢাকা থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যক্তিরা আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানেদেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST