বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় তজুমদ্দিন পালন করা হচ্ছে অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় তজুমদ্দিন  পালন করা হচ্ছে অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি।।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের
প্রতি শ্রদ্ধা জানাতে তজুমদ্দিন শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ
বেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর।

নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ
আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তজুমদ্দিন
উপজেলার পদস্থ কর্মকর্তাগণ উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রেসক্লাব,,উপজেলা স্বেচ্ছাসেবক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ,উপজেলা ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনসহ প্রায় শতাধিক রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী
সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।


তবে করোনার ভেতরে এই জনসমাগমেও অনেকের মুখে মাস্ক না থাকার বিষয়টি দৃষ্টিকটু ও সচেতনতার পরিপন্থী হিসেবে সমালোচনা করেন অনেকে। আজ সকাল থেকে শহীদ
মিনার আবারও সবার জন্য উন্মুক্ত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest