ময়মনসিংহে ট্রাকের চাপায় তিনজন নিহত

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

ময়মনসিংহে ট্রাকের চাপায় তিনজন নিহত

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালের কুয়াশার মধ্যে ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহীর প্রাণ গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে অটোরিকশার চালকের নাম জানা গেছে। তিনি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া, বয়স ২৩। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মিজানুর রহমান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest