ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জে যৌথ্য অভিযানে জয়পুরহাট জেলা আমির সহ ৭০ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে এনএসআই ও পুলিশ। বৃহষ্পতিবারর দিনব্যাপি অভিযানে উপজেলার স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে তাদেরকে আটক করা হয়। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান- উপজেলার স্বপ্নপুরী পিকনিট স্পটে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা এনএসআই-এর যুগ্ন উপ-পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ্য ভাবে দিনব্যাপি অভিযান পরিচালনা করে জয়পুরহাট জামাতের জেলা আমির ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলার বম্ব ইউ,পির সাবেক ইউ,পি চেয়ারম্যান ও জামাতের ইউনিয়ন আমির গোলাম কিবরিয়া সহ জামাত শিবিরের ৭০ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় এ বিষয়ে নাশকতার মামলা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST