শিক্ষা বিস্তার ও শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জনে ইউএনও সুজাউদ্দৌলা

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

শিক্ষা বিস্তার ও শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জনে ইউএনও সুজাউদ্দৌলা

হারুন অর রশিদ(রিয়াদ),জলঢাকা প্রতিনিধীঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: সুজাউদ্দৌলা (সূজা) নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে জলঢাকার নুর মোহাম্মদ এবং কর্মচারী হিসেবে জলঢাকার মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। আগামি ২৩ ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে নীলফামারী জেলার প্রতিনিধি হয়ে বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের বাছাই পরীক্ষায় অংশগ্রহন করবেন তারা। উল্লেখ্য ১৮ ডিসেম্বর বুধবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে ফলাফল ঘোষনা করা হয়। এদিকে তাদের এমন সাফল্যে উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন জানিয়েছে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, জেলা টেলিভিশন ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল আলম সিয়াম, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, যুবলীগ নেতা সারোয়ার রশিদ,রাজিব চৌধুরী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “জীবন যুব সংঘের উদ্যোক্তা এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির জলঢাকা উপজেলা সদস্য সচিব হারুন অর রশিদ(রিয়াদ) সহ অনেকেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest