রংপুরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুলশান আরা

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

রংপুরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  গুলশান আরা

রবিউল ইসলাম রংপুর। রংপুরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জিনাত গুলশান আরা। পাঠদান দতাসহ অন্যান্য সূচকের ভিত্তিতে শ্রেষ্ঠত্বের এই গৌরব অর্জন করেন তিনি। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৭ ডিসেম্বর জেলা প্রাথমিক অধিদপ্তর আয়োজিত লিখিত ও মৌখিক পরীার ফলাফলের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জানা গেছে, জিনাত গুলশান আরা রংপুর সদর উপজেলার ধাপ চিকলীভাটা সরকারী প্রাথকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছাড়া তিনি রংপুর শহরের ধাপ এলাকার হাজীপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী। তিনি লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম) এর সাবেক ৪ বারে এমপি মরহুম জয়নুল আবেদিন সরকারে দ্বিতীয় মেয়ে। প্রধান শিক্ষিকা জিনাত গুলশান আরা জানান, আমি শ্রেষ্ঠ হয়েছি এটা আমার বড় অর্জন নয়। আমি বিগত ২৬ বৎসর ধরে শিার্থীদের সন্তানতুল্য স্নেহে অবিরাম শিক্ষা দিয়ে আসছি। আমার বিদ্যালয়ের শিার্থীরা যখন শ্রেষ্ঠ হিসেবে গৌরব অর্জন করবে তখনই আমার এই শ্রেষ্ঠত্বর সার্থকতা ফুটে উঠবে বলে জানান তিনি। রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান জানান, পাঠদান দতা, শিাগত যোগ্যতাসহ শিাকার্যক্রমে দতা ও ব্যক্তিগত কৃতিত্বসহ নানা বিষয় বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক হিসেবে নির্বাচিত করা হয়েছে। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান সিদ্দিক জানান,জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন শেষে আগামী ২৩ ডিসেম্বর বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রধান শিক্ষক নির্বাচন করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest