রাজগঞ্জে পল্লী বন্ধু এইচএম এরশাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দোদাড়িয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

রাজগঞ্জে পল্লী বন্ধু এইচএম এরশাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দোদাড়িয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ ‘চলো চলো মাঠে চলো, মাদক মুক্ত সমাজ গড়’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরের রাজগঞ্জে পল্লী বন্ধু এইচএম এরশাদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৩-৪ গোলে মোবারকপুর ফুটবলএকাদশকে পরাজিত করে দোদাড়িয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রাজগঞ্জ একতা ক্লাবেব আয়োজনে ও মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সার্বিক সহযোগীতায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগীতায় ছিলেন- উপজেলা যুবসংহতি পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টিটো। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন- বিরেশ্বর মন্ডল, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ একতা ক্লাবের সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম.এম ইমরান খান পান্না, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান, ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, ডাঃ মশিয়ার রহমান (মোহন), ইউনিয়ন ছাত্রলীগনেতা রাকিবুল ইসলাম কাফি প্রমূখ। খেলাটি শত শত দর্শক উপভোগ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest