ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশার কারনে যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হেড লাইট জ্বালিয়ে বাস, ট্রাক, ট্রেনসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। সেই সাথে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দূর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষদের। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা। তারপরও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষদের ছুটতে হচ্ছে কাজের সন্ধানে। ট্রাক ড্রাইভাররা জানান, কুয়াশার কারনে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। এদিকে শীতের কারণে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। স্থানীয় হাসপাতালে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের রোগীদের সংখ্যা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST