পটুয়াখালীর দুমকিতে আতংকে ভুগছে একটি পরিবার l

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

পটুয়াখালীর দুমকিতে আতংকে ভুগছে একটি পরিবার l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি /পটুয়াখালীর দুমকিতে সহোদর ভাইদের নির্যাতনের স্বীকার চরবয়রা গ্রামের অসায় আবদুর রহমান তার পরিবার নিয়ে আংতকে ভুগছে। জমিজমা নিয়ে আপন ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রভাবশালী ভাইয়েরা সংঘবদ্ধ হয়ে তাকে এবং তার স্ত্রী ও কন্যাকে বেদম মারধর করেছে। হামলাকারী ছোট ভাই দুলাল, নাঈম ও চাচাত ভাই শাহিন সংঘবদ্ধ হয়ে তার পোল্টি ফার্মের দোকান ঘরটি কুপিয়ে ভাংচুর করে। ভাইদের হামলার স্বীকার হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব দুমকি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও জানান, উপজেলার তালতলী বাজারে খরিদকৃত নিজস্ব জমিতে তিনি দোকান নির্মান করে ব্যবসা করেন। এদিকে পৈত্রিক সম্পত্তির দাবীতে তার নির্মানকৃত পোল্টি ফার্মের ঘরের উপর ভাইদের কু-দৃষ্টি পড়ে। জমি পাওয়ার দাবীতে তারা গত ২১ মার্চ সকালে পুর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে ফার্মটি ভাংচুর করে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায় তাকে বেদম মারধর করে। রক্তাক্ত জখম অবস্থায় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও কন্যাকেও মারধর করেছে। অথচ পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির দ্বিগুনেরও বেশী তারা ভোগদখল করছে বলে জানান আবদুর রহমান।


তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি থানায় অভিযোগ করেছেন। উৎশৃঙ্খল ভাইদের হুমকিতে তার পরিবার এখন আতংকে ভুগছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। থানার এসআই ছিদ্দিকুর রহমান অভিযোগ প্রাপ্তি স্বীকার করে জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest