ঢাকা ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরশহরের ৪নং ওয়ার্ডে অবস্থিত বীরগঞ্জ মহিলা কলেজে এইচ.এস.সি ২০২০-এর ফরম পূরণে শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র চেয়ে প্রায় দ্বিগুন টাকায় ফরম পূরণের কার্যক্রম চলছে। এব্যাপারে অভিযোগকারী মহিলা কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের মধ্যে সাবিনা খাতুন, ফাতেমা আক্তার, শাহানাজ আক্তার, সুমাইয়া, সিতা রায়, লায়লা আক্তার, লামিয়া, তানিয়া, শামিমা, রুমি, রোমানা, শিরিন, মিমি ও স্মৃতি সরকার সহ নাম প্রকাশে অনিচ্ছুক আরো অনেক শিক্ষার্থী ও অভিভাবকগণ জানান, নির্ধারিত বোর্ড ফি আর নিয়মনীতির তোয়াক্কা না করে বীরগঞ্জ মহিলা কলেজ কর্তৃপক্ষ বাধ্যতামূলক ভাবে মানবিক শাখায়-৩২২০/-, ব্যবসায় শিক্ষায়-৩১৯৫/- ও বিজ্ঞান শাখায়-৩৫৩০/- টাকা হারে রশিদমূলে গ্রহণ করছে। এক প্রশ্নের জবাবে বিষয়টির সত্যতা স্বীকার করে বীরগঞ্জ মহিলা কলেজের এইচ.এস.সি-২০২০ ফরম পূরণ কমিটির আহ্বায়ক মোঃ তসলিম উদ্দিন ও অধ্যক্ষ জহিরুল হক জানান, কলেজ চালাতে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ ও অনুমতি সাপেক্ষেই উল্লেখিত অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। তবে অভিভাবক ও গরীব শিক্ষার্থীরা জানান, অতিরিক্ত বিবিধ টাকা সহ ফরম পূরণে তাদের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে এবং বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণ না করলে হয়ত তাদের অনেকেই পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST