চট্টগ্রামে সন্ধ্যা ৬ টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত l

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

চট্টগ্রামে সন্ধ্যা ৬ টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত l

চট্টগ্রাম ব্যুরো:
০২-০৪-২০২১ ইং

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬ টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্য সবকিছু বন্ধের সিদ্বান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল,রেস্টুরেন্ট,শপিং সেন্টার,বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।এটি শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে।

জনগণ নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest