ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা প্রতিরোধে কঠোর বিধি নিষেধ আরোপ করে ১৩ দফা নির্দেশনাও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল সরকারি-বেসরকারি অফিস ও সকল প্রকার পরিবহণ বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
এদিকে, খাবার দোকান দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। তবে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজারের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST