ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরে গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চুড়ান্ত ফলাফল প্রকাশ, কিন্ডার গার্ডেন বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালভাবে পড়ালেখা করে নিজেকে ভাল মানুষ হতে হবে। সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি অভিভাবকদের উদ্যোশে বলেন, সন্তানদের স্কুলে দিয়ে দায়িত্ব যেন শেষ না হয়। সন্তানরা কি করছে সে দিকে লক্ষ্য রাখতে হবে। মাদক থেকে দুরে রাখতে হবে। রোববার উপশহর স্কুল প্রাঙ্গনে দিনাজপুর গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আহসানুজ্জামান চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কালের কন্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দিনাজপুর কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ, হলি টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলামসহ সোহরাব হোসেন খান বকুল, ডাঃ মোঃ আশরাফ উজ জামান প্রমুখ। এ ছাড়া অভিভাবকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম লিপি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST