নওগাঁয় সাবেক এমপি শাহিম মনোয়ারা হকের উদ্যেগে অসহায় দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন l

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ৯, ২০২১

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় সাবেক এমপি শাহিন মনোয়ারা হকের উদ্যোগে অসহায় দুস্থ ও প্রতিবন্ধী মাঝে ঈদ সািমগ্রী বিতরন করা হয়েছে। রোববার সকালে শহরের পা নওগাঁ হোটেল যমুনায় সাবেক এমপিশাহিন মনোয়ারা হকের উদ্যেগে মরহুম নেতা শামসুল হকের আত্নার মাগফেরাত কামনা করে স্বাস্থ্য বিধি মেনে শতাধিক অসহায় দুস্থ মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী লাচ্চা সেমাই, চিনি,তৈল,দুধ ও চিকন আতোব চাল বিতরণ করেন সাবেক সংরক্ষিত আসনের সাংসদ সদস্য মাহিন মনোয়ারা হক।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকমাহমুদুন নবী বেলাল, মওলানা আকরাম হোসেন প্রমূখ।মরহুম নেতা শামসুল হক সহ বিশ্বের সকল মুসলিমের আত্নার মাগফেরাত কামনা সহ করোনা ভাইরাস মহামারি হতে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়#


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest