রংপুরে নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানঅবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান।

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

রংপুরে নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানঅবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান।

রবিউল ইসলাম রংপুর ||  রংপুরে নদী ও খাল দখল মুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পার্কের মোড় এলাকার খোকসা ঘাঘট নদীর আশেপাশে এ অভিযান চালানো হয়। অভিযানে দুপুর ২টা পর্যন্ত তিনটি স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে।এর আগে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মোহাম্মদ ফয়জুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ছন্দা পালসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সকল জেলাতে নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রংপুরেও নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চলছে।তিনি বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় নদী ও খাল দখলে রাখা ১৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। সবগুলোই উচ্ছেদ করা হবে। ডিসি বলেন, পর্যায়ক্রমে রংপুরের শ্যামা সুন্দরী খাল ও তিস্তা নদী দখল মুক্ত করা হবে। নদী-খাল উদ্ধারে অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest