এসএসপি’র কলারোয়া উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

এসএসপি’র কলারোয়া উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

শফিকুর রহমান,(কলারোয়া)সাতক্ষীরা:- বাংলাদেশের সাংবাদিকদের সর্ব বৃহত্তম প্লাটফর্ম সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি এর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । সোমবার ২৩ ডিসেম্বর সকালে গণমাধ্যমে প্রেরিত সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন,সাধারণ সম্পাদক জালালুদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলম সুমন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে ঐ কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। দৈনিক পত্রদূতের সাংবাদিক মোঃ অহিদুজ্জামানকে আহ্বায়ক ও আজকের সাতক্ষীরা’র সাংবাদিক মোঃ হোসেন আলীকে সদস্য সচিব করে ঘোষণাকৃত ঐ কমিটিতে সদস্য হিসেবে দৈনিক খুলনাঞ্চল’র আক্তারুজ্জামান,দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার দেবাশীষ চক্রবর্তী,দৈনিক বজ্রশক্তি’র মিল্টন কবির,দৈনিক আমার সময়’র তরিকুল ইসলামের নাম প্রকাশ করা হয়েছে । এ দিকে এসএসপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে নবঘোষিত কলারোয়া উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ অহিদুজ্জামান বলেন,তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা বরাবরই নিপীড়িত । আমরা সম্মিলিত ভাবে সকলের সার্বিক সহযোগিতায় একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। এদিকে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও নবগঠিত কলারোয়া উপজেলার আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে এসএসপি’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও দৈনিক আজকালের খবর,দৈনিক কাফেলা সাংবাদিক ও সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শফিকুর রহমান বলেন,সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আমরা বদ্ধপরিকর ।এ সময় তিনি চলমান সামাজিক অপরাধ সমূহকে প্রতিহত করে দেশ জাতি ও গণমাধ্যমের কল্যাণে সকলকে সংঘবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest