মির্জাগঞ্জে দুস্থদের মাঝে ইউএনও’র কম্বল বিতরন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া আবাসন প্রকল্পে বসবাসরত বাসিন্দাসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ছিন্নমূল,অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। দুস্থ,অসহায় ও শীতার্তদের মাঝে বিতরনের জন্য দূর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত কম্বল কাকড়াবুনিয়া আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। কম্বল বিতরনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আল-আমিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, দূর্যোগ মন্ত্রনালয় থেকে দুস্থদের জন্য প্রাপ্ত কম্বল প্রাপ্যতার ভিত্তিতে দুস্থদের মাঝে বিতরনের জন্য ইতোমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট ১ হাজার ৯০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট কম্বলগুলো বিভিন্ন আবাসন প্রকল্পে বসবাসরত মানুষসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরন করা হচ্ছে।##


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest