দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কর্তৃক হতদরিদ্র পরিবার বিনামূল্যে ছাগল পেলেন।

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ১, ২০২১

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কর্তৃক হতদরিদ্র পরিবার বিনামূল্যে ছাগল পেলেন।

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে দুটি করে ছাগী বিতরণ করা হয়। মঙ্গলবার ১জুন সানন্দবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এ ছাগল গুলো বিতরণ করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পার্টনারশীপে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রাম গুলোর হতদরিদ্র গ্রুপের সদস্যদের উপস্থিতিতে বিতরণের সময়, উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিন্যান্সিয়াল ম্যানেজার খন্দকার শহিদুজ্জামান, এগ্রিকালচার স্পেশালিষ্ট কৃষিবিদ জহিরুল হক, উন্নয়ন সংঘ এর মনিটরিং অফিসার আঃ হালিম, ইকোনোমিক এন্ড ভেল্যুচেইন স্পেশালিষ্ট আশিকুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুস আলী এর প্রতিনিধি মোজাম্মেল হক, প্রোগ্রাম অফিসার আল মজনু, একাউন্টেন ফারুক হোসেন, দায়িত্ব প্রাপ্ত সিডিএফ আজিজুর রহমান, সিডিএফ শরিফুল ইসলাম, সিডিএফ দুলাল হোসেন, সিডিএফ আসাদুজ্জামান, সিডিএফ সাংবাদিক ফরিদুল ইসলাম, সিডিএফ রোজিনা, সিডিএফ রোজি, সিএনপি আনোয়ারা সহ সকল সিএনপি গণ।

কৃষিবিদ জহিরুল হক বলেন, আমরা দেওয়ানগঞ্জ উপজেলার ১হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে ছাগী মোট ২হাজার ছাগী বিতরণ করা করবো। গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, কিশোরী আছে, এমন ক্যাটাগরির হত-দরিদ্র গ্রুপের সদস্যদের এ সুবিধা দেওয়া হচ্ছে। প্রতি হতদরিদ্র পরিবারের জন্য ৮হাজার ২শত টাকা মূল্যের ২টি ছাগী দেওয়ার বাজেট ধার্য করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest