দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা l

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ উপজেলা (জামালপুর) প্রতিনিধিঃ শনিবার ৫ জুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয় । প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রাণী সম্পদ হাসপাতাল -জামালপুর। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ। বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুস আলী, জামালপুর জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহব্বত কবির, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, চুকাইবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খান ও খামারী উদ্দোক্তা আনিছুর রহমান লেবু প্রমুখ। এলডিডিপি’র ডাঃ মির নাইম মিয়া সহ এতে শত শত খামারী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। দিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রকার পশু পাখি ও প্রদর্শনের উদ্দেশ্য তৈরিকৃত প্রতিকী খামার নিয়ে উপস্থিত হন বিভিন্ন শিল্পমনা ব্যক্তি বর্গ। সারাদিন প্রদর্শনীর মান যাচাই পূর্বক বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest