ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃবরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে পিকআপ ভর্তি প্রায় ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় মো. জুয়েল নামে এক পিকআপ চালককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে গৌরনদী মডেল থানা পুলিশ ১৫ মণ জাটকা ইলিশসহ তাকে আটক করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, পটুয়াখালী থেকে জাটকা ইলিশ বোঝাই করে বিক্রির জন্য ফরিদপুরের ভাঙ্গাতে আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইল্লা গাইনেরপাড় মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে প্রায় ১৫ মণ জাটকা ইলিশ জব্দ এবং চালককে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত জাটকা ইলিশ নগরীর বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST