দ্রুত গতিতে এগিয়ে চলছে নলছিটি বাসষ্টান্ড-থানার পুল সড়কের সংস্কার কাজ

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২১

দ্রুত গতিতে এগিয়ে চলছে নলছিটি বাসষ্টান্ড-থানার পুল সড়কের সংস্কার কাজ

নলছিটি প্রতিনিধিঃ দ্রুত গতিতে এগিয়ে চলছে নলছিটি মানুষের বহু কাংখিত নলছিটি বাসষ্টান্ড হতে থানার পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজ। চলতি মাসের ৬ তারিখ শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু(এমপি) ভার্চুয়ালে এই সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খানের সরাসরি তত্ত্বাধবানে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান মেয়রের নির্বাচনী ইশতিহারে বিভিন্ন সড়ক সংস্কারের ওয়াদা ছিল। যদিও নির্বাচন চলাকালীন সময়ে সব প্রার্থীই প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়ান। কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেকেই তা মনে রাখেন না। তবে পৌরবাসীর আশা বর্তমান মেয়র তার কথা রাখবেন। ইতিমধ্যে সড়কের সংস্কার কাজে সার্বক্ষনিক নিজে উপস্থিত থেকে কাজের যথাযথ মান বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইহাতেই তার উন্নয়নের সদিচ্ছা লক্ষ করা যাচেছ বলে সাধারন জনতা মতামত দিয়েছেন। এছাড়া পুরান বাজার সড়ক হইতে ডাকবাংলো সড়কের সংস্কার কাজও এগিয়ে চলছে দুটো সড়কের কাজের মান দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেন,আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের আর্শিবাদ নিয়ে নলছিটি পৌরসভার চেয়ারে আসীন হয়েছি মানুষের কল্যান করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেণ,আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডিতে এই সড়কের নাম আলহাজ্ব আমির হোসেন আমু সড়ক ঘোষনা করেছি। তারপরও আপনাদের আরও একবার জানিয়ে দিলাম এখন থেকে বাসস্টান্ড টু থানার পুল সড়কের নতুন নাম আলহাজ্ব আমির হোসেন আমু সড়ক।


মুজিব বর্ষ

Pin It on Pinterest