ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজারে একই ব্যক্তির পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।গত রাত্রি ২টা থেকে ভোর পাঁচটার মধ্যে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার(পাবলিক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে) এলাকায় এ ঘটনা ঘটে।চুরি হওয়া পাচটি গরুর মধ্যে দুটি গাভী ও তিনটি ষাড় গরু ছিলো।ঘটনার ভুক্তভোগী ওই গরু মালিকের নাম জয়নাল আবেদীন।সে একই এলাকার মৃত সাগর মন্ডলের ছেলে।
এদিকে সর্বস্ব হারানো জয়নালের স্ত্রী ও পরিবারের সদস্যদের কান্নায় যেন ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।শেষ সম্বল টুকু হারানো অসহায় মানুষ গুলোকে সান্ত্বনা দেওয়ার যেন কোন ভাষাই জানা নেই কারো।অসহায় জয়নাল আবেদীনের গরু গুলো উদ্ধারে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা,আন্তরিকতা ও সহায়তা কামনা করছেন এলাকাবাসী। ওই এলাকার পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই আজহার আলী জানান এ ব্যাপারে আমাদের ফাড়ীতে লিখিত কোন অভিযোগ আসে নাই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST