দেশজুড়ে শাটডাউনের খবরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

দেশজুড়ে শাটডাউনের খবরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ

দেশজুড়ে শাটডাউনের খবর প্রকাশের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বেড়েছে যাত্রী চলাচল। লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ রুটে পার হচ্ছেন যাত্রীরা।

শুক্রবার সকাল থেকে এ নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণাঞ্চলগামী উভয়মুখী প্রচুর যাত্রীদের পারাপার করতে দেখা গেছে। একসাথে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহনও।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও প্রচুর যাত্রী ঘাটে আসছে।

বিআইডাব্লিউটিসি সুপার ভাইজার শাহাবুদ্দিন জানান, যাত্রীদের জন্য চাপ বেড়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষা শতাধিক বড় গাড়ি রয়েছে। সকাল থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত চার শতাধিক গাড়ি পার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদরের ট্রাফিক পুলিশের ইনচার্জ বজলুর রহমান জানান, আরো কয়েকটি চেকপোস্ট বাড়ানো হয়েছে। সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা শহরের মধ্যে চলাচলে চেকপোস্টের মাধ্যমে বাঁধা দেয়া হচ্ছে। কিছু অটোরিকশা আটক করা হয়েছে। উপজেলার সাথে যোগাযোগের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার, নারায়ণগঞ্জ সাথে মুন্সীগঞ্জের লঞ্চ চলাচল প্রথম দিন থেকে বন্ধ রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest