নবাবগঞ্জে খ্রিষ্ট ধর্মাবম্বীদের বড়দিন পালন

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। বুধবার সকালে উপজেলার বিনোদ নগর ইউনিয়নের পাহাড়পুর সাধবীক্লারার গীর্জায় উপজেলার খালিকপুর ধর্ম পল্লীর সহ ফাদার খোকন নকরেক এর প্রার্থনা মধ্য দিয়ে বড় দিনের কার্যক্রম শুরু হয়। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও শান্তি কামনা করা হয়। এদিকে বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্নভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে। এছাড়াও কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এবছর উপজেলার ৭৮ টি চার্চে বড়দিন পালিত হয়েছে ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest