রবিউল ইসলাম রংপুর। আজ সকালে আবারো শিশু সহ দুইজনের মৃত্যু গত কয়েক দিনের তীব্র শীতে ঘরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। রংপুরে প্রচন্ড শীতে আগুন পোহাতে গিয়ে সাদিয়া নামে তিন বছরের একটি শিশু ও আলম নামে এক যুবক দগ্ধ হয়ে মারা গেছর। বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাদিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও আলমের বাড়ি একই জেলার সাদুল্ল্যাপুর উপজেলায়। সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম ২১ ডিসেম্বর রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিলেন।