কুড়িগ্রামে কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১০৮টি মামলায় ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

কুড়িগ্রামে কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে   ১০৮টি মামলায় ৫০হাজার টাকা জরিমানা

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে লকডাউন অমান্য করায় ১০৮টি মামলার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে অটোরিক্সা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহণ চালানা, অতিরিক্ত যাত্রী বহণ ও মাস্কহিন চলাচল করা ও দোকানপাট খুলে রাখায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন। গত ২৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার ৯ উপজেলায় এ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলা শহরসহ ৯ উপজেলায় লকডাউন বাস্তবায়ন করতে জেলা ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্য বিধি নিশ্চিত করে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest