সানন্দবাড়ীতে লকডাউন কার্যকরে ইউএনও র ভ্রাম্যমাণ আদালত l

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

সানন্দবাড়ীতে লকডাউন কার্যকরে ইউএনও র ভ্রাম্যমাণ আদালত l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ সারাদেশে সরকারী নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষনা রয়েছে। এর ধারাবাহিকতায় আজ বুধবার ২৮ জুলাই, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ব্যাপকভাবে মাঠে বিচরন করছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ। লকডাউন বাস্তবায়নে সাথে আছেন সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান সহ পুলিশ টিম, বিজিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ বিজিবি টিম, আনসার ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। সানন্দবাড়ী বাজারের বিভিন্ন গলিতে ও রাস্তার মেইন মেইন মোড়ে জনগন কে লকডাউনের বিধি নিষেধ পালনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লকডাউনে দোকান খোলা ও মাস্ক বিহীন চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গণমাধ্যম কর্মী সহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এছাড়াও লকডাউনের শুরু হতে প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা মুলক প্রচার প্রচারণা, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান অভিযান অব্যাহত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest